Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে শোভাযাত্রা ও পথসভা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়”-প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে গতকাল ২২শে অক্টোবর সকালে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা কালেক্টরেটের আ¤্রকানন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। পথসভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কেবিএম সাদ্দাম হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ও পথসভাটি সঞ্চালনা করেন বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস।
বক্তাগণ জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্যসহ সড়কে চলাচল নিরাপদ করার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।