Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা কাজী মতিনের স্মরণে দোয়া-মিলাদ মাহফিল

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাজী আব্দুল মতিনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের পরিবারের আয়োজনে গতকাল ২০শে অক্টোবর বিকালে(বাদ আছর) রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মরহুমের ছোট ভাই কাজী আব্দুল রউফ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা মরহুম কাজী আব্দুল মতিনের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জামায়াতে ইসলামীর নেতা জাফর আলী বাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিকউদ্দিন, আবু মুসা বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলা, জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটুসহ মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার সহ¯্রাধিক মানুষ এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি মাওলানা মোঃ নূরুল আলম।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৭ই অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী রেলগেট এলাকায় হার্ট অ্যাটাক করলে সেখান থেকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।