॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৫শ’ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক সেবনের সময় আটক ৩জন মাদকসেবীকে ৬মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২০শে অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিপন শেখ (২৯)কে গ্রেফতার করে। এ সময় শিপন শেখের বাড়ীর পাশের একটি বাগানে মাদক সেবনরত অবস্থায় শিপন শেখের আপন দুই ছোট ভাই হিরক সেখ(২০) ও চুন্নু শেখ (১৯)কে গ্রেফতার করা হয়। এরপর পার্শ্ববর্তী আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় নিজ বাড়ী থেকে মাদকসেবী জগদীশ দাস (৫০)কে গ্রেফতার করা হয়। পরে আটককৃত তিন মাদকসেবী হিরক, চুন্নু ও জগদীশকে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীবের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।
অপরদিকে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিপন শেখকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।