॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১৭ই অক্টোবর সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান এবং জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান বিশ্বাস। সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আলহাজ্ব মোঃ আকমল হোসেন এবং গীতা পাঠ করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও বক্তাগণ নারী শিক্ষা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ প্রায় দেড়শত মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন।