Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আব্দুল মতিনের ইন্তেকাল

॥শেখ মামুন॥ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাজী আব্দুল মতিন(৬৫) আজ ১৭ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী রেলগেট এলাকায় জাতীয় পার্টির নেতা খন্দকার গোলাম কবীরের চেম্বারে বসে থাকার সময় স্ট্রোক করলে দ্রুত সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই কাজী আব্দুর রউফ মোহন জানান, আগামীকাল শুক্রবার(১৮ই অক্টোবর) বাদ জুম্মা রাজবাড়ীর কেন্দ্রীয় রেলওয়ে ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ ভবাণীপুর ২নং কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন কয়েক বছর ধরে অসুস্থ্য ছিলেন। দল-মত নির্বিশেষে সবার কাছেই তিনি গ্রহণযোগ্য ও জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।