॥শেখ মামুন॥ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন গতকাল ১৬ই অক্টোবর বেলা ১১টায় সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে এনজিও ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আকলিমা বেগম নামে এক সুবিধাভোগীর বাড়ীতে প্রোগ্রামের কার্যক্রম নিয়ে প্রায় অর্ধশত সুবিধাভোগীর সাথে মতবিনিময় করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত হায়াত ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জোনাল ম্যানেজার মোঃ আতায়ে রাব্বি আল সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ্ আসাদ, আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামসুল হক, কল্যাণপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারের ম্যানেজার উত্তম কুমার পাল ও ব্র্যাকের রাজবাড়ী সদর শাখার ম্যানেজার দুলাল মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ডিডিএলজি মোঃ বাকাহীদ হোসেন আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করে বলেন, দেশজুড়ে অতিদরিদ্র নিরসনে ব্র্যাক প্রশংসনীয় কাজ করছে। এছাড়াও তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ব্র্যাক লার্নিং সেন্টারে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে ডিডিএলজি মোঃ বাকাহীদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের অবহিত করা হয়।