॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির ৪বারের নির্বাচিত সাবেক ইউপি মেম্বার, হাবাসপুর পূর্বপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সোবাহান মল্লিকের গতকাল ১১ই অক্টোবর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, সোবাহান মল্লিক ২০১৭ সালের ১১ই অক্টোবর নিজ গ্রামের মসজিদে ফজরের নামাজরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মরহুমের পুত্র আমজাদ হোসেন গামা জানান, তার পিতা মুক্তিযোদ্ধা সোবাহান মল্লিক হাবাসপুর ইউনিয়ন পরিষদের ৪বার নির্বাচিত মেম্বার ছিলেন। এছাড়া হাবাসপুর স্পোটিং ক্লাবের সহ-সভাপতি, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ এলাকায় সামাজিক সেবা ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।
হাবাসপুরে প্রয়াত মেম্বার সোবাহান মল্লিকের ২য় মৃত্যু বার্ষিকী পালিত
