॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার থেকে ২ মণ ইলিশ মাছ জব্দ ও বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল ৯ই অক্টোবর সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীবের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) রবিউল হকসহ মৎস্য বিভাগের লোকজন বেরুলী বাজারে অভিযান চালিয়ে ২ মণ ইলিশ মাছ জব্দ এবং বিক্রেতাকে অটক করেন। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বালিয়াকান্দিতে ইলিশ বিক্রেতার জরিমানা-দুই মণ মাছ জব্দ
