Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নদীতে তীব্র স্রোত ও ফেরীর স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে গাড়ীর লম্বা লাইন

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ হঠাৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত ও ফেরীর স্বল্পতায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে উভয় পাড়ে নদী পারাপারের জন্য অপেক্ষমান গাড়ীর লম্বা লাইন তৈরী হচ্ছে। গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার এলাকাব্যাপী গাড়ীর লম্বা লাইন দেখা যায়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে ১০টি বড় ফেরীসহ মাঝারী-ছোট মিলিয়ে অন্তত ১৮-২০টি ফেরীর প্রয়োজন। বর্তমানে ৮টি বড়, ২টি মাঝারী এবং ৬টি ছোট রয়েছে। এর মধ্যে শুক্রবার (গতকাল ২৭শে সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যান্ত্রিক ক্রটির কারণে চন্দ্র মল্লিকা নামের একটি ছোট ফেরী বিকল হয়ে পড়ে। এছাড়া গত প্রায় এক সপ্তাহ ধরে তীব্র স্রোতের বিপরীতে চলতে না পারায় আরেকটি ছোট ফেরী সন্ধ্যা মালতি বসে রয়েছে। ফলে ১৪টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করতে হচ্ছে। এসব কারণে উভয় ঘাটে গাড়ীর লম্বা লাইন তৈরী হচ্ছে।’