Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সিঙ্গাপুরে দক্ষিণ এশিয়ার চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বনামধন্য চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে স্থানীয় সংগঠক আর্ট পোডিয়াম এর ব্যবস্থাপনায় সম্প্রতি সিঙ্গাপুরের খ্যাতনামা চিত্রশালা ‘আর্ট হাউজ’-এ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
দু’সপ্তাহব্যাপী চলমান প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান এবং ভারতের হাই কমিশনার জাবেদ আশরাফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উন্মুক্ত প্রদর্শনীতে উনবিংশ শতকের অবিভক্ত বাংলার প্রতিথযশা শিল্পীদের দুষ্প্রাপ্য চিত্রকর্মের প্রদর্শন ছিল চিত্রবোদ্ধাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মনিরুল ইসলামসহ আরও কয়েকজন খ্যাতিমান চিত্রশিল্পীর চিত্রকর্মও প্রদর্শন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে শিল্পচর্চার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বর্তমানে দেশে মননশীল শিল্প বিকাশের চমৎকার পরিবেশ রয়েছে বলে উপস্থিত দর্শকদের অবহিত করেন। শতাধিক শিল্পানুরাগী উদ্বোধন অনুষ্ঠানটি উপভোগ করেন। এ ধরণের প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকবৃন্দ আশা পোষণ করেন।