Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য ভানু সিংহের পদাবলী মঞ্চস্থ

॥দেবাশীষ বিশ্বাস॥ ‘শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দ্বার’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর দিব্য নৃত্য ও নাট্যকলা একাডেমীর আয়োজনে গতকাল ২১শে সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য ভানু সিংহের পদাবলী মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক কর্মী শুক্লা সরকার।
গীতি নৃত্যনাট্যটি পরিচালনা করেন দিব্য নৃত্য ও নাট্যকলা একাডেমীর পরিচালক আব্দুস সাক্তার কালু। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ দর্শকগণ গীতি নৃত্যনাট্যটি উপভোগ করেন।