॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা গণফোরামের এক কর্মী সভা গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকেলে জেলা বার এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য একেএম জগলুল হায়দার।
গণফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ দেবেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক খান ছিদ্দিকুর রহমান, আইন সম্পাদক আব্দুর রহমান জাহাঙ্গীর, পরিকল্পনা সম্পাদক মোঃ সাইদুর রহমান, সদস্য রিয়াদ হোসেন ও তৌফিকুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় উপস্থাপনা করেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজিউল্লাহ মন্টু।
রাজবাড়ী জেলা গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত
