Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এডঃ নুরুল ইসলামকে কুপিয়ে জখমের ঘটনায় পুত্র গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লাপাড়ার বাসিন্দা এডঃ মোঃ নুরুল ইসলাম (৫৫)কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় তার পুত্র নাকিবুল ইসলাম নাকিব (১৪)কে পুলিশ গ্রেফতার করেছে।
গত ১১ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ বাজার গোডাউনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৭ই সেপ্টেম্বর রাত ৪টার দিকে এডঃ নুরুল ইসলামকে তার রুমে এলোপাতারীভাবে কুপিয়ে জখম করে তার ঔরসজাত সন্তান নাকিব।
জানা যায়, নাকিব এডঃ নুরুল ইসলামের বড় ছেলে। সে মানসিক রোগে আক্রান্ত। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েও সে ভাল হয়নি। প্রায়ই সে তার বোন নাজিয়া ও ছোট ভাই নাদিমকে মারধর করতো। গত ৭ই সেপ্টেম্বর রাত ৪টার দিকে সে রান্না ঘরের বটি নিয়ে বাবা নুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ সময় তার মা মোছাঃ নাজমুন নিসার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নাকিব দরজা খুলে পালিয়ে যায়।
এ ঘটনার পর আহত অবস্থায় নুরুল ইসলামকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ১১ই সেপ্টেম্বর এডঃ মোঃ নুরুল ইসলামের স্ত্রী মোছাঃ নাজমুন নিসা বাদী হয়ে তার বড় ছেলে নাকিবকে আসামী করে গোয়ালন্দ থানায় দঃ বিঃ’র ৩২৬/৩০৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ওই দিন রাতেই তাকে গ্রেফতার করেছে।