॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকায় নারীদের ইসলামী শিক্ষায় সুশিক্ষিত ও পবিত্র কোরআনের হাফেজ তৈরীর জন্য গড়ে উঠেছে ‘ফাতেমা বিনতে মোস্তফা মহিলা হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’। সেখানে বর্তমানে শতাধিক ছাত্রী লেখাপড়া করছে। তার মধ্যে প্রায় ৫০ জন ছাত্রী অতিদরিদ্র ও এতিম।
রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের ধুঞ্চি পূর্বপাড়ায় ২০১০ সালে ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসাটি স্থাপন করেন মোঃ গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাবু ক্বারী। নিজের প্রচেষ্টা ও শ্রম দিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গরীব ও এতিম ছাত্রীদের ফ্রি, অর্ধ-ফ্রি লেখাপড়াসহ খাওয়া-দাওয়া চলছে। ১০ জন মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান করা হচ্ছে। এর পাশাপাশি দেয়া হচ্ছে সেলাই প্রশিক্ষণ।
মাদ্রাসার শিক্ষিকা ক্বারীমা মোছাঃ ফাতেমা বলেন, এই প্রতিষ্ঠানে শতাধিক ছাত্রী আরবী ও সাধারণ শিক্ষার পাশাপাশি সেলাই প্রশিক্ষণ নিচ্ছে। লেখাপড়া করে তারা মানুষের মতো মানুষ হবে। পবিত্র কোরআন পড়ে তারা হাফেজ হচ্ছে। এই প্রতিষ্ঠানের এতিম-দরিদ্র-অসহায় ছাত্রীদের জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাবু ক্বারী বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। সরকারী কোন ধরনের অনুদান না পাওয়ায় প্রতিষ্ঠানটি পরিচালনা করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই মোমিন মুসলমান ভাই-বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের যাদের সামর্থ্য আছে তারা দান, ফিতরা, যাকাত, মৌসুমী ফসল, সদকা, মানত ইত্যাদি দ্বারা আর্থিক সহযোগিতা করে অসহায় এতিম-দরিদ্র ছাত্রীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দিন।
তিনি আরও বলেন, শতাধিক ছাত্রীর আবাসিক ব্যবস্থার জন্য একটি ভবন, পাঠদানের শ্রেণী কক্ষ, পোশাক, বোরকা, বই-খাতা, চিকিৎসা, খাবার ও শিক্ষিকাদের সম্মানীর জন্য অনেক টাকার প্রয়োজন। তাই সকলের নিকট আর্থিক সহায়তা কামনা করছি।
রাজবাড়ীর মহিলা মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা কামনা
