Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ৬ই সেপ্টেম্বর দুপুরে চালককে কেকের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার অটোরিক্সা চালক ইকবাল শেখ (১৮)কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের কামাল শেখের ছেলে।
চিকিৎসাধীন অটোরিক্সা চালক ইকবাল শেখ জানায়, গতকাল শুক্রবার দুপুরে বসন্তপুর বাজার থেকে অপরিচিত ২জন যাত্রী গোয়ালন্দে আসার কথা বলে তার অটোরিক্সা ভাড়া করে। এরপর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের ভিতরে ওই দুই যাত্রী তাকে কেক খওয়ায়। এরপর কি হয়েছে তার মনে নেই।
প্রত্যক্ষদর্শী নিজাম শেখ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সোনালী ব্যাংকের গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার সামনে বেঞ্চের উপর অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে ইকবালকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই ইকবাল হোসেন জানান, অটোরিক্সা চালক ইকবাল এখনো অসংলগ্ন কথাবার্তা বলছে। সে সুস্থ হলে তার কাছে ঘটনার বিস্তারিত শুনে ছিনতাইকারীদের গ্রেফতার ও খোয়া যাওয়া অটোরিক্সাটি উদ্ধারের চেষ্টা করা হবে।