Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার ২টি মাদ্রাসায় অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ সম্পন্ন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ পদে আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম এবং পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ পদে মাওলানা মোঃ আমিরুল ইসলাম নিয়োগ পেয়েছেন।
গতকাল ৬ই সেপ্টেম্বর এ দুটি মাদরাসার পৃথক নিয়োগ পরীক্ষায় তাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে। আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম পাংশার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ এবং মাওলানা মোঃ আমিরুল ইসলাম পাট্টা ইউপির মুছিদাহ-বনগ্রাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
জানা যায়, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় সেনগ্রাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, জয়কৃষ্ণপুর ফাযিল মহিলা মাদরাসার অধ্যক্ষ মোঃ ইয়াসীর আরাফাত, চাঁদট আলীম মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, তারাপুর দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল কাদের, লাঙ্গলবাঁদ আলীম মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জেল হোসেন ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস অংশগ্রহণ করেন। এদের মধ্যে লিখিত ও মৌখিক ভাইভা পরীক্ষায় প্রথম স্থান লাভ করায় পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ পদে আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীমকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়।
এছাড়া পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ পদে মাওলানা মোঃ অমিরুল ইসলাম, মোঃ মজিবুর রহমান ও মোঃ মোফাজ্জেল হোসেন অংশগ্রহণ করেন। এদের মধ্যে লিখিত ও মৌখিক ভাইভা পরীক্ষায় প্রথম স্থান লাভ করায় মাওলানা মোঃ আমিরুল ইসলামকে পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ পদে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়। উভয় নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র প্রতিনিধি প্রফেসর ডঃ মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী।
এ সময় মহাপরিচালক মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রতিনিধি মোঃ আফাজ উদ্দিন, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা ও পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাঈদ আহম্মেদসহ উভয় নিয়োগ কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পৃথক দু’টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা স্বচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা ও নিয়োগ কমিটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম শহরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার শিক্ষার মানোন্নয়নে কাজ করতে মাদরাসা পরিচালনা কমিটি, মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এছাড়া পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার নতুন নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিরুল ইসলাম পুইজোর মাদরাসার সুনাম ও সাফল্য ধরে রাখতে দায়িত্বশীলভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।