Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় কর্মকর্তাদের সাথে প্রাইভেট ডেন্টাল চিকিৎসকদের মতবিনিময়

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৫ই সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে স্থানীয় প্রাইভেট ডেন্টাল চিকিৎসকরা মতবিনিময় করেছেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাইভেট ডেন্টাল কেয়ারের পরিচালক, টেকনোলোজিস্ট ও দন্ত চিকিৎসকরা যাতে সরকারী বিধি-নিষেধ প্রতিপালনসহ মানসম্মত দন্ত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন সে লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী, পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, ঢাকা ডেন্টাল কেয়ারের পরিচালক মোঃ নাসির খান, বিকল্প ডেন্টাল কেয়ারের ডাঃ মোঃ আবু বক্কার সিদ্দিক, স্মাইল ডেন্টাল কেয়ারের ডাঃ আব্দুঠমঠাহ আল সজল, মিলি ডেন্টাল কেয়ারের ডাঃ অখিল চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সরকার তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বেসরকারী ভাবেও গ্রাম-শহরে নানা ক্লিনিক গড়ে উঠেছে। কিন্তু মানসম্মত চিকিৎসাসেবার অভাব রয়েছে। সরকারী বিধি-নিষেধ প্রতিপালনের মাধ্যমে ব্যবসায়িক মনোভাব দূর করে সেবার মানসিকতায় মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা হলে সে প্রতিষ্ঠান অবশ্যই সেবাগ্রহীতাদের আস্থা পাবে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী প্রাইভেট ক্লিনিক, ডায়গোনস্টিক সেন্টার ও পডন্টাল কেয়ারসহ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনের সরকারী বিধি-নিষেধ তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রাইভেট ডেন্টাল কেয়ারের পরিচালক, টেকনোলোজিস্ট ও চিকিৎসকরা বলেন, দক্ষতার সাথে আমরা মানসম্মত দন্ত চিকিৎসাসেবা প্রদানে সচেষ্ট আছি। চিকিৎসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে নিবন্ধন করা বা নিবন্ধন হাল নাগাদকরণ সম্ভব হয়ে উঠছে না। সরকারী বিধি-নিষেধ প্রতিপালনের মাধ্যমে মানসম্মত দন্ত চিকিৎসা সেবা প্রদানে অঙ্গীকার ব্যক্ত করেন প্রাইভেট ডেন্টাল কেয়ারের সংশ্লিষ্টরা।