Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় খন্ডকালীন সাব-রেজিস্ট্রারের যোগদানের পর দাপ্তরিক কার্যক্রম শুরু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ৩মাস বন্ধ থাকার পর গতকাল ২৯শে আগস্ট থেকে পুনরায় দলিল রেজিস্ট্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের শালথার সাব-রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান খান খন্ডকালীন সাব-রেজিস্ট্রার হিসেবে পাংশায় যোগদান করলে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মচাঞ্চল্যতা ফিরে আসে।
জানা যায়, গত ২৭শে মে পাংশার সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামানের গোপালগঞ্জের কাশিয়ানীতে বদলী হয়। এরপর থেকে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে সাব-রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান খান ২২টি দলিল রেজিস্ট্রি করেন। পাংশাতে সপ্তাহে দু’দিন-বুধবার ও বৃহস্পতিবার অফিস করবেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সাথে তাঁর পাংশা শহরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব ও পাংশার নবাগত খন্ডকালীন সাব-রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান খান।
শালথার সাব-রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান খান পাংশায় খন্ডকালীন সাব-রেজিস্ট্রার হিসেবে কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এমপির আন্তরিক সহযোগিতা কামনা করেন।