Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার কসবামাজাইলে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক হাসপাতালে

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় মকবুল হোসেন(৫৮) নামের একজন স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
গত ২৮শে আগস্ট সন্ধ্যায় কসবামাজাইল ইউয়িনের বাগলী ব্রীজের দক্ষিণ পাশের সিকদার মোড়ে তার উপর এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মকবুল হোসেন কসবামাজাইল ইউনিয়নের পারকুল গ্রামের বাসিন্দা এবং পারকুল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাগলী ব্রীজের কাছে ওৎ পেতে থাকা একই গ্রামের আফসার সরদারের ছেলে ফিরোজ সরদার ও মিরাজ সরদারসহ তাদের সহযোগীরা হাতুড়ী ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মকবুল মাস্টারকে গুরুতর জখম করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার সময় মকবুল মাস্টার সিকদার মোড়স্থ নিজের ওষুধের দোকান থেকে বাড়ীতে ফিরছিলেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মকবুল হোসেন মাস্টার জানান, আফসার সরদারের সাথে তার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। গত বুধবার বিকাল ৩টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পরিবারের মহিলাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে আফসার সরদারের ছেলে ফিরোজ সরদার ও মিরাজ সরদারসহ তাদের অন্যান্য সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশে হাতুড়ী ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।