Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুর সুগার মিলে চাষী সমাবেশ-মতবিনিময় সভা

॥শাহ্ ফারুক হোসেন॥ আখ চাষের উন্নত প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস লিঃ-এর আয়োজনে গতকাল ২৭শে আগস্ট সকালে মিলের প্রশিক্ষণ ভবনে চাষী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিলের মহাব্যবস্থাপক(কৃষি) তপন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বারী। অন্যান্যের মধ্যে মিলের মহাব্যবস্থাপক(প্রশাসন) রেজাউল করিম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আকরাম হোসেন মিয়া, আখ চাষী ওহিদুজ্জামান বাবলু মিয়া ও আব্দুল হাই বাশী মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মিলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বারী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আখ চাষের উৎপাদন বৃদ্ধি এবং সুগার মিলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।