Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বামুশিসের আন্তর্জাতিক সম্পর্ক ও মেলা বিষয়ক স্থায়ী কমিটির সভা

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (বামুশিস)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও মেলা বিষয়ক স্থায়ী কমিটির এক সভা গত ২২শে আগস্ট বামুশিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বামুশিসের সাবেক সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও মেলা বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক জুলকার শাহীনের সভাপতিত্বে সভায় বামুশিসের সভাপতি শহীদ সেরনিয়াবাত, সাবেক সভাপতি তোফায়েল খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, আন্তর্জাতিক সম্পর্ক ও মেলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সচিব মোঃ রিয়াদ মাহমুদ বাবুসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় দেশে প্রথমবারের মতো বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সার্বিক সহযোগিতায় আগামী ১০-১২ই অক্টোবর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেশন সেন্টারে অনুষ্ঠিতব্য “প্রিন্টেক-২০১৯” শীর্ষক মুদ্রণ মেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্ধারণ, দর্শকসহ রাজধানীর বাইরের বিভিন্ন প্রেসের মালিকদের উপস্থিতি, এশিয়া প্রিন্টের ডেলিগেটদের স্বাগত জানানো এবং মেলায় বামুশিসের স্টল ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।