॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৩১শে মার্চ দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ভারতীয় শাড়ী, ওড়না ও থ্রিপিসসহ ২জন বাসযাত্রীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ী গলির মৃত ইউনুসের ছেলে আবুল কাশেম(৩১) এবং পল্লবী থানার মীরপুর ১১নং সড়কের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে নূর মোহাম্মদ(২৮)। তারা উক্ত ভারতীয় শাড়ী, ওড়না ও থ্রিপিস নিয়ে বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসে(ঢাকা-মেট্রো-ব-১৪-৬৪৮৬) করে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে।