Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি

॥স্টাফ রিপোর্টার॥ কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানীর শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, থানা হবে পুলিশী সেবার মূল কেন্দ্রবিন্দু। থানায় আগত সেবা প্রত্যাশী মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে সেজন্য সকল পুলিশ সদস্যকে আরো আন্তরিক হতে হবে।
তিনি গতকাল ২২শে আগস্ট বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ্যাডিশনাল ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ নির্দেশ প্রদান করেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বদলে যাচ্ছে। আমরা জনগণের পুলিশ হওয়ার জন্য কাজ করছি। সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবান্ধব পুলিশ হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, কমিউনিটি পুলিশীং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
জঙ্গি দমন প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিদের মোকাবেলায় সর্বদা তৎপর ও সজাগ থাকতে হবে। জঙ্গি দমনে ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশী অভিযান জোরদার করার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশ দেন তিনি ।
পরে তিনি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি(এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি(এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ই আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত ১৩১৫ নম্বর প্রজ্ঞাপনে বিসিএস(পুলিশ) ক্যাডারের ২০জন পুলিশ সুপারকে কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে(গ্রেড-৪) এ পদোন্নতি প্রদান বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রাজবাড়ী জেলার সাবেক ৩জন পুলিশ সুপার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক(অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন ঃ এস.এম আইনুল বারী, সালমা বেগম পিপিএম-সেবা এবং জিহাদুল কবির,পিপিএম।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে এস.এম আইনুল বারী পুলিশের বিশেষ শাখা(এসবি) ঢাকার পুলিশ সুপার পদে, জিহাদুল কবির পিপিএম চাঁদপুরের পুলিশ সুপার পদে এবং সালমা বেগম পিপিএম-সেবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত রয়েছেন।
তাদের মধ্যে এস.এম আইনুল বারীকে পুলিশের বিশেষ শাখা(এসবি) ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে, সালমা বেগম পিপিএম-সেবা’কে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে এবং জিহাদুল কবির, পিপিএম’কে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলী/পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে এস.এম আইনুল বারী বিগত ১৯/০৬/২০১০ হতে ১৪/০৭/২০১১ পর্যন্ত, জিহাদুল কবির, পিপিএম ১২/০৪/২০১৫ হতে ০৫/১১/২০১৬ পর্যন্ত এবং সালমা বেগম পিপিএম-সেবা ০৬/১১/২০১৬ হতে ০৫/০৩/২০১৮ইং তারিখ পর্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে কর্মরত ছিলেন।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত অপর ১৭জন পুলিশ কর্মকর্তা হলেন ঃ নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি(চলতি দায়িত্বে) মোঃ হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এস.এম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোঃ কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার(এসএসপি) প্রলয় চিসিম, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) হাবিবুর রহমান খান, পিবিআই’র পুলিশ সুপার(এসপি) মোঃ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার(এসপি) মোঃ গোলাম রউফ খান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার(এসপি) মোঃ শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক(এআইজি) শামীমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পলিশ কমিশনার(ডিসি) মিরাজ উদ্দিন আহম্মেদ, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার(এসপি) একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ সুপার(এসপি) শাহ মিজান শাফিউর রহমান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডি ঢাকার পুলিশ সুপার(এসপি) মোল্যা নজরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এস.এম মোস্তাক আহমেদ খান।