॥মাতৃকন্ঠ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল ৩০শে মার্চ রাতে দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশীকালে রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের বাসে যাত্রীবেশে বসে থাকা পুলিশের পোশাক পরিহিত সাব-ইন্সপেক্টরকে দেখে সন্দেহ হলে র্যাব সদস্যরা তার পরিচয় জানতে চাইলে সে এলোমেলো কথা বলার এক পর্যায়ে ভুয়া দারোগা বলে স্বীকার করলে র্যাব তাকে গ্রেফতার করে। ভুয়া এস.আই-এর নাম রাজু মোল্লা। সে বর্তমানে ফরিদপুর ঝিলটুলি এলাকায় বসবাস করলেও তার আসল বাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায়।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে র্যাবের চেকপোস্টে ভুয়া দারোগা গ্রেফতার
