॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৯শে আগস্ট দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানাধীন ধোপাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৪৫পিস ইয়াবাসহ ফারুক মোল্লা(৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ফারুক মোল্লা ধোপাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে ফরিদপুর কোতয়ালী থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ফারুক মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।
ফরিদপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
