Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

॥স্টাফ রিপোর্টার॥ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গতকাল ৩০শে মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কেবিনেটের ৮টি সদস্য পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৫জন প্রার্থী (৬ষ্ঠ শ্রেণীর ৩ জন, ৭ম শ্রেণীর ৩ জন, ৮ম শ্রেণীর ৩ জন, ৯ম শ্রেণীর ৩ জন ও ১০ম শ্রেণীর ৩ জন) এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১জন করে মোট ৫জন এবং অবশিষ্ট প্রার্থীদের মধ্যে সকল শ্রেণী মিলে অতিরিক্ত আরো ৩জন সদস্য নির্বাচিত হয়। শ্রেণী ভিত্তিক নির্বাচিতরা হলো ঃ ৬ষ্ঠ শ্রেণীর মেহেদী রফিয়া নুশরাত প্রাপ্ত ভোট ৩২০), ৭ম শ্রেণীর তনুশ্রী কুন্ডু তিথী (২৫৭), ৮ম শ্রেণীর নাজমুন নাহার তনু (২৯৩), ৯ম শ্রেণীর পায়েল(২৩৩) ও ১০ম শ্রেণীর তাহমিনা রহমান (২২৪)। অতিরিক্ত পদে নির্বাচিতরা হলো ঃ ৭ম শ্রেণীর নাফিজা মাহমুদ তানহা (২২৪), ১০ম শ্রেণীর তৃষ্ণা শর্মা (২২০) ও ৯ম শ্রেণীর খদিজাতুল কোবরা তিশা (২১১)।
ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার ছিল ৬৮৪ জন। প্রত্যেক ভোটার ৮টি করে ভোট দেয়। নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে। বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীল কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।