॥মাহবুব হোসেন পিয়াল॥ নিখোঁজ সন্তান মিনহাজকে ফিরে পেতে ফরিদপুরে সাংবাদিক সম্মেলন করেছে পিতা-মাতা ও স্বজনরা। গতকাল ১৮ই আগস্ট দুপুরে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নিখোঁজ মিনহাজের পিতা বেলায়েত হোসেন ফেরদৌস বলেন, মিনহাজ চলতি বছর ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পর গত ১১ই জুন সে ঢাকার ফার্মগেট এলাকার ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি হয়। তারপর থেকে সে ফার্মগেটের পার্শ্ববর্তী পূর্ব রাজাবাজারের একটি ফ্লাট ভাড়া নিয়ে ৩ বন্ধুর সঙ্গে থাকতো। গত ১৬ই জুলাই মিনহাজের মোবাইলে ফোন দিলে সে রিসিভ না করায় তাদের অভিভাবক হিসেবে নিয়োজিত থাকা শুভর মা’র নম্বরে ফোন দিলে সে জানায়, মিনহাজ সকালে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারপর থেকে মিনহাজের কোন খোঁজ নেই। এ ঘটনায় ঢাকার শেরেবাংলানগর থানায় ও ফরিদপুর কোতয়ালী থানায় ২টি জিডি করা হয়েছে। আমরা তাকে খুঁজে পেতে প্রশাসনের সহায়তা কামনা করছি।
সাংবাদিক সম্মেলনে নিখোঁজ মিনহাজের মা রানু বেগম ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দসহ ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নিখোঁজ সন্তানকে ফিরে পেতে ফরিদপুরে সাংবাদিক সম্মেলন
