Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ছাত্রবৃত্তি ও সনদপত্র প্রদান

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল ১৬ই আগস্ট বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে এই ছাত্রবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতি সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মোঃ শাহজাহান আলী মোল্লা, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ডি.এন চ্যাটার্জী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন-আল-মাসুদ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সমিতির সদস্যবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার ১২৫জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মোট ৫লক্ষ ৮৪হাজার টাকার বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।