পবিত্র ঈদুল আযহার দিন গতকাল ১১ই আগস্ট দিন দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেন। এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকারসহ হাসপাতালের চিকিসক, নার্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন। এরপর দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম রাজবাড়ী জেলা কারাগারের কারাবন্দীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় জেল সুপার মোঃ আনোয়ারুল করিমসহ কারা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।
ঈদের দিন রাজবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজ নিলেন জেলা প্রশাসক
