॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৮ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে থেকে ১০৮ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়ার ছলেমান ব্যাপারীর ছেলে মোহাম্মদ আলী ব্যাপারী(২২), হোসেন মন্ডলের পাড়ার আলাউদ্দিন প্রামানিকের ছেলে আতিয়ার প্রামানিক(২২) এবং শাজাহার সর্দারের ছেলে আশিক সর্দার(২০)। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
দৌলতদিয়া থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
