॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী নিজের প্রাপ্ত দু’টি সম্মাননা এ্যাওয়ার্ড কলেজে সংরক্ষণের জন্য গতকাল ৬ই আগস্ট দুপুরে কলেজ শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন।
সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ সাউথ এশিয়া স্যোসাল কালচারাল ফোরাম শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ এবং রাজবাড়ী জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান(কলেজ) হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করে।
অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে এ্যাওয়ার্ড দু’টি কলেজে সংরক্ষণের জন্য কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুর কাছে হস্তান্তর করেন। এ সময় কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও মোহাম্মদ আব্দুর রউফ, কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, রসায়ন বিভাগের মোঃ হাফিজুল ইসলাম, বাংলা বিভাগের বেলায়েত হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা ক্রেস্ট উপহার পাওয়ায় কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীকে অভিনন্দন জানান।
কলেজের শিক্ষার মানোন্নয়ন ও কলেজের সুনাম অব্যাহত রাখতে শিক্ষক-ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী।
প্রসঙ্গত পাংশা কলেজ সরকারী হওয়ার পর ২০১৬ সালের ৭ই আগস্ট অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী যোগদান করেন। ২০১৭ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ, ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট উপহার লাভ করেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী।