Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা শহরের লিজা হেলথ কেয়ারে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি পালন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরে প্রতিষ্ঠিত লিজা হেলথ কেয়ারে গতকাল ৫ই আগস্ট দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু রোগ পরীক্ষা কর্মসূচি পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সার্বিক সহযোগিতায় মানবতার সেবা মূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল সোমবার সকালে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও রাজবাড়ী জেলা পরিষদের উত্তম কুমার কুন্ডু লিজা হেলথ কেয়ারে বিনামূল্যে ডেঙ্গু রোগ পরীক্ষা কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
এ সময় লিজা হেলথ কেয়ারের অন্যতম পরিচালক ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ মোট ১২৫ জনের ডেঙ্গু রোগ পরীক্ষা করেন। এদের মধ্যে ৯জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে তারা আশংকামুক্ত বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক।
লিজা হেলথ কেয়ারের পরিচালক দীপক কুন্ডু জানান, ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আর্ত মানবতার সেবায় বিনা মূল্যে দিন ব্যাপী ডেঙ্গু রোগ পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করেছেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম।
দীপক কুন্ডু জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর। যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ীর ভিতরে ও বাহিরে পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তিনি ডেঙ্গু জ্বর প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।