Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর ৩টি বিদ্যালয় পরিদর্শন করে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন জেলা প্রশাসক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৫ই আগস্ট সকালে সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম তার সাথে ছিলেন।
প্রথমে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী কক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এরপর জেলা প্রশাসক রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস জেলা প্রশাসককে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখান। এ সময় বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা চলছিল। জেলা প্রশাসক শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো দেখেন এবং শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সর্বশেষ জেলা প্রশাসক শহরের ঐতিহ্যবাহী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণী কক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিদ্যালয়গুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর সচেতনতামূলক বক্তব্য রাখেন।