Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা পৌরসভা এলাকায় মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ৫ম দিন

॥মোক্তার হোসেন॥ ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা পৌরসভার উদ্যোগে মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির গতকাল ৫ই আগস্ট ছিল ৫ম দিন।
এদিন পৌরসভার টেম্পুস্ট্যান্ড হতে চন্দনা নদীর নারায়নপুর ব্রিজ, পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর হয়ে পাংশা সরকারী কলেজ, অনুপ দত্ত সড়ক, সৈয়দ বায়তুল্লাহ কেজি স্কুল সড়ক, বারেক মোড় হতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর সড়ক, কোড়াপাড়া, পাংশা মাছবাজার, কালীবাড়ী তিন রাস্তা মোড়, আধুনিক ক্লিনিক ও পাশপাশের এলাকায় মশক নিধনে স্প্রে করা হয়। ৬টি স্প্রে মেশিনে একদল কর্মী উল্লেখিত পয়েন্টে স্প্রে করে। পাংশা পৌরসভার পাম্প অপারেটর হেলাল উদ্দিন ও হিসাব সহকারী মোঃ বাদশা আলমগীর স্প্রেটিমকে সহযোগিতা করেন।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল আলীম মুন্সী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাদশা মন্ডল ও সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা ইয়াসমীন মশক নিধন স্প্রে কার্যক্রম মনিটরিং করেন। তারা পরিচ্ছন্নতাকর্মী ও স্প্রেটিমকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলকে সহযোগিতা প্রদানের আহবান জানান। সেই সাথে নিজ বাড়ীর আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্বারোপ করেন তিনি।