Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির কালা পাহাড় ও যুবরাজ এর দাম চাওয়া হচ্ছে ১৮ লাখ টাকা !

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে জমে উঠেছে গরু-ছাগলের হাট। বিভিন্ন এলাকার কৃষক ও খামারীরা কোরবানীর ঈদের জন্য প্রস্তুত করা তাদের গবাদী পশুগুলোকে হাটে নিয়ে আসছেন। অনেকে আবার হাটে তোলার প্রস্তুতি নিচ্ছেন।
এর মধ্যে ৩২ মণ ওজনের ‘কালা পাহাড়’ ও ২৮ মণ ওজনের ‘যুবরাজ’ নামের বিশালাকৃতির উন্নত জাতের ২টি ষাঁড় গরুর দাম চাওয়া হচ্ছে যথাক্রমে ১০ ও ৮ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা। গরু ২টির মালিক বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের কৃষক ও গরুর খামারী মোঃ কাছেদ আলী খান।
গতকাল ৫ই আগস্ট সকালে সরেজমিনে কাছেদ আলী খানের গরুর খামারে গিয়ে দেখা যায়, কাছেদ আলী খান তার কর্মচারীকে নিয়ে কালা পাহাড় ও যুবরাজসহ তার খামারের উন্নত জাতের ১৩টি গরুর পরিচর্যায় ব্যস্ত রয়েছেন।
কালা পাহাড় ও যুবরাজ-এ বিষয়ে কাছেদ আলী খান বলেন, ৪বছর পূর্বে আমার খামারে একটি কালো রঙের এড়ে বাছুর জম্মালে আদর করে তার নাম রেখেছিলাম ‘কালা পাহাড়’। বর্তমানে সাড়ে ৮ ফুট লম্বা ও ৭ ফুট উচ্চতার কালা পাহাড়ের ওজন হয়েছে ৩২ মণ। আমি এটির দাম চাচ্ছি ১০ লক্ষ টাকা। অপরদিকে ৩বছর পূর্বে আরো একটি কালো রঙের এড়ে বাছুর জম্মালে তার নাম রেখেছিলাম ‘যুবরাজ’। বর্তমানে ৮ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার যুবরাজের ওজন হয়েছে ২৮ মণ। আমি এটির দাম চাচ্ছি ৬ লাখ টাকা। ইতিমধ্যে একাধিক ব্যাপারী এসে গরু ২টির দাম করে গেছেন, কিন্তু কাঙ্খিত দাম না পাওয়ায় এখনো বিক্রি করিনি। যদি স্থানীয়ভাবে আশানুরূপ দামে বিক্রি করতে না পারি তাহলে গরু ২টিকে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবো। কাছেদ আলী খান আরো বলেন, গরু ২টি সম্পূর্ণরূপে প্রাকৃতিক খাবার খাইয়েই এতো বড় করেছি। অধিক লাভের আশায় কখনো ক্ষতিকর হরমোন ইনজেকশন বা ওষুধ খাওয়াইনি।
বালিয়াকান্দি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বালিয়াকান্দি উপজেলাতে কোরবানীর জন্য প্রায় ১০ হাজার গরু ও ছাগল প্রস্তুত রয়েছে। কাছেদের খামারের কালা পাহাড় ও যুবরাজ নামের গরু ২টি সত্যিই দেখার মতো। আমাদের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আবু হেনা ও প্রশান্ত কুমার রায় বিভিন্ন সময়ে খোঁজ-খবর নেয়াসহ নানা পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করে আসছেন।