Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সাবেক জেলা প্রশাসক রাজিয়া বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা-দোয়া মাহফিল

॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ভারপ্রাপ্ত রাজিয়া বেগম,এনডিসি’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের আয়োজনে গতকাল ৩১শে জুলাই বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা ও রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন খানের সঞ্চালনায় শোক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, উচ্চমান সহকারী খালেদা ফেরদৌস লক্ষ্মী ও সমন জারীকারক আবুল কালাম দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ গভীর শ্রদ্ধার সঙ্গে রাজিয়া বেগমকে স্মরণ করে তার জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।
শোক সভার শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তফা সিরাজুল কবির।
এছাড়াও অনুষ্ঠানে রাজিয়া বেগমের জীবন ও কর্ম সম্পর্কে মোঃ মকবুল হোসেন খানের লিখিত ব্রুশিউর উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ২০১০ সালের ৩১শে জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজিয়া বেগম মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা জেলা প্রশাসক এবং রাজবাড়ী জেলার ১০ম জেলা প্রশাসক হিসেবে ২০০১ সালের ২৮শে মার্চ থেকে ২০০২ সালের ২৫শে এপ্রিল পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।