॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক ও ভ্যান চালকের মৃত্যুর ঘটনায় আটককৃত ট্রাক চালক পিকুল শেখ (২৪)কে গতকাল ৩১শে জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গত ৩০শে জুলাই ওই সড়ক দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাক চালক পিকুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের কেউ বাদী হয়ে মামলা না করায় আটককৃত ট্রাক চালক পিকুল শেখকে মোটরযান আইনে ১৩৮, ১৪৩, ১৫২, ১৫৪ ও ১৫৫ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় বালুভর্তি একটি ডাম্প ট্রাকের চাপায় নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে মোটর সাইকেল চালক জামাল মন্ডল(৪৫) এবং ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে ভ্যান চালক ইসলাম শেখ(৫০) ঘটনাস্থলেই নিহত হয়।
বালিয়াকান্দিতে আটক ট্রাক চালককে আদালতে সোপর্দ
