Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেবিনে রেখে মশারী টাঙ্গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত সোমবার এই দুজন রোগী শনাক্তের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এরা ২জনই ঢাকা থেকে আক্রান্ত হয়ে গোয়ালন্দে এসেছেন।
ডেঙ্গু আক্রান্ত দুই ব্যক্তি হচ্ছেন ইসমাইল শেখ(২৫)। সে গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মোকছেদ আলী শেখের ছেলে। সে ঢাকায় এ্যালিফ্যান্ট রোড এলাকায় টেইলার্সের কাজ করতো। গত ৫দিন আগে বাড়ি থেকে ফিরে আসে।
আরেকজন হলো উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কুটি পাচুরিয়া গ্রামের মুন্নাফ ফকিরের ছেলে কামরুল ইসলাম ফকির(২২)। সে ঢাকার কালিগঞ্জে টেইলার্সের কার্টিং মাষ্টার। গত সোমবার জ¦র হলে বাড়ি ফিরে আসেন। ঢাকা ন্যাশনাল হাসপাতালে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে ওই দিনই তিনি সরাসরি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, এরা দুইজনই ঢাকা থেকে আক্রান্ত হয়ে গোয়ালন্দের বাড়ি ফিরে এসেছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট সজাগ রয়েছি। তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সবাইকে সচেতন থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া উপজেলা কমপ্লেক্সের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।