॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারণাকালে জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় গত সোমবার সন্ধ্যায় প্রতিবাদ সভা করেছে গোয়লন্দ উপজেলা কৃষকলীগ।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবী জানান।
উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ মোমিন মন্ডলের সভাপতিত্বে সদস্য সচিব হাবিবু রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সেন্টু, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ^াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গত ২৩শে জুলাই বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেসরকারী সংস্থা কেকেএস অফিসের সামনে নৌকার পক্ষে প্রচারকালে বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রহমান কর্মি ও সন্ত্রীরা হামলা চালায়। হামলায় জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বরাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের মুন্সী, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হাবিবুর রহমানসহ ৫জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
সভায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল বলেন, আওয়ামীলীগ নামধারী কিছু স্বার্থপর ব্যক্তি দলের বিরুদ্ধে কাজ করছে। নিজেদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে বা ভাগে কম পড়লেই দলের বিপক্ষে অবস্থা নেন। গত ২৩শে জুলাই নৌকার প্রচারণার সময় প্রতিপক্ষ প্রার্থীর হুকুমে বামদলের সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়।
বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, তিনি ১৭বছর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। তিনি কি দুর্নীতি করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে মুখোশ উম্মোচন করা হবে।
গত ২৫শে জুলাই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যাজনিত কারণে নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে।