॥মাতৃকন্ঠ ডেস্ক॥ জঙ্গীবিরোধী কনসার্টে গাইবেন নগর বাউলখ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে ২৪ মার্চ এ কনসার্টের আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেমস বলেন, ‘আমি তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছি। আশা করি, খুব ভালো একটি কনসার্ট হবে। যারা এমন একটি উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় আরও সাতটি ব্যান্ড (মাকসুদ ও ঢাকা, চিরকুট, শিরোনামহীন, ভাইকিংস, আর্টসেল, শূন্য ও অ্যাবস্ট্র্যাকশন্স) সংগীত পরিবেশন করবে। ২৪ মার্চ বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানটি সব দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। এতে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণদের মাঝে জঙ্গীবাদবিরোধী বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। এ ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা এ আয়োজনে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করবেন।