॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা গতকাল ২৫শে জুলাই বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সূফির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ক্ষিরোদ বরণ বসু, জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, এহছানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিৎ রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহম্মেদ মিনু প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এবং নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা পেয়ারার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সভায় আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ব্যাপক আলোজনের মাধ্যমে পালনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
