Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনে আ’লীগের মনোনয়ন পেয়েছেন রাজবাড়ীর রুমা চৌধুরী

॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের শূন্য পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা।
রাজবাড়ী-১ আসনের প্রয়াত সংসদ সদস্য মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমাকে ইতিমধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নের চিঠি প্রদান করা হয়েছে।
আওয়ামী লীগের নির্বাচন সংশ্লিষ্ট কেন্দ্রীয় একজন নেতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১৯শে জুলাই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন। সেদিনই সালমা চৌধুরী রুমাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা ইমাম গত ১০ই জুলাই মারা গেলে তার আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ২৫শে জুলাই এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৮ই আগস্ট এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সালমা চৌধুরী রুমার পক্ষে নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন দাখিল করা হবে। সালমা চৌধুরী রুমার পিতা মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি রাজবাড়ীতে দলকে সংগঠিত করতে ভূমিকা রাখেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন এবং রাজবাড়ী-১ আসন থেকে একাধিকার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেয়ে সালমা চৌধুরী রুমা মহিলা আওয়ামী লীগের নেত্রী। এর পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত।
দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সালমা চৌধুরী রুমা বলেন, ফরম পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আগামীকাল ২৫শে জুলাইয়ের মধ্যেই মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১লা আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাধারণত আর কেউ প্রার্থী না থাকলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনই মনোনীত প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। একাদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সংরক্ষিত মহিলা আসন পেয়েছে ৪৯টি। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ৪৩টি আসন। মাত্র ১টি আসন পেয়েছে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট।