Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নবদম্পতি নিখোঁজ

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ইমন(২২) ও আঞ্জুম(১৮) নামের এক নবদম্পতি নিখোঁজ হয়েছে। আজ ২১শে জুলাই দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ৪নং ফেরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকদিন আগে তারা ভালোবেসে বিয়ে করে। ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং আঞ্জুম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারাপাড়া গ্রামের আজিম শেখের মেয়ে। তারা ঢাকায় বসবাস করতো। গত ৩দিন আগে তারা আঞ্জুমের চাচাতো বোন দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাট এলাকার আবু সাঈদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসে।
প্রত্যক্ষদর্শী আফসানা আক্তার(১৭) জানান, ‘দুপুর ২টার দিকে বিয়ে বাড়ী থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এ সময় একটি ফেরী তাদের পাশ দিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় তাতে আঞ্জুম কিছুটা নদীর ভিতরে চলে যায়। আঞ্জুম যখন নদীর স্রোতে ভেসে যাচ্ছিল তখন তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যে দু’জনে নদীর স্রোত ও ঘূর্ণিপাকে পড়ে তলিয়ে যায়।’ বিয়ের অনুষ্ঠানে এসে এভাবে নবদম্পতির পদ্মায় ভেসে যাওয়ার ঘটনায় বিয়ে বাড়ীর আনন্দ এক নিমিষেই আহাজারীতে পরিণত হয়। স্বজনদের চোখের পানিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাবু মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশের স্পীড বোট ও জেলেদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঢাকা থেকে ডুবুরী দলকে ডাকা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে।