॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘মানবতার জয়’-এর নবগঠিত কমিটির পরিচিত সভা গতকাল ১৯শে জুলাই বিকেলে সদর উপজেলার পূর্ব উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
‘মানবতার জয়’ সংগঠনের সভাপতি শিমুল মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী ও সাবেক ছাত্রলীগ নেতা আসজাদ হোসেন আরজু বক্তব্য দেন।
এ সময় জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফরিদ আলী মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ‘মানবতার জয়’ সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেনসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় উপস্থাপনা করেন সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবিকতা। সবাই এই কাজগুলো করতে পারে না। আর এই মানবিকতার কাজ যারা করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। তবে শুধু মানবিকতার কাজ করলেই হবে না। আপনাদেরকে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং এর বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। এ জন্য পুলিশ আপনাদের সাথে থাকবে।
সংগঠনের সভাপতি শিমুল মোল্লা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই সংগঠনটির জন্ম। মানবতার জয় একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেলে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে এবং মানব কল্যাণে কাজ করার যে প্রত্যয় সেটা বাস্তবায়িত হবে।
সামাজিক সংগঠন ‘মানবতার জয়’ নবগঠিত কমিটির পরিচিত সভা
