॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের ১৬দিন পর আবু বক্কর(৭) নামের এক শিশুর গলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।
নিহত আবু বক্কর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের পাঁচু খলিফার ছেলে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, গত ১লা জুলাই আবু বক্কর নিখোঁজ হয়। ওই দিন রাতেই তাকে হত্যার পর পুরাপাড়া খালের কচুরীপানার নীচে ফেলে দেয়া হয়। এরপর আবু বক্করের আপন চাচাতো ভাই শাওন মোবাইল ফোনে আবু বক্করের পরিবারের কাছে ৩লাখ টাকা মুক্তিপন দাবী করে। শাওনের কণ্ঠ চিনতে পারায় সেই সূত্র ধরে শাওনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শাওন আবু বক্করকে হত্যার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে গতকাল ১৭ই জুলাই সকালে পুরাপাড়া খালের কচুরীপানার নীচ থেকে গলিত অবস্থায় আবু বক্করের লাশ উদ্ধার করা হয়। আবু বক্কর নিখোঁজ হওয়ার পর তার পিতা পাঁচু খলিফা বাদী হয়ে থানায় যে জিডি করেছিল এখন সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।
নগরকান্দায় নিখোঁজ হওয়ার ১৬দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার॥৩জন গ্রেফতার
