॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই জুলাই দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বন্যা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নূরুল আলম, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ে ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সাঈদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আঃ মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার রেজাউল শরীফ, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকীর ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর প্রতিনিধি রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পদ্মার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অঞ্চলে স্বাভাবিক পানির স্তর ৮.৬৫ সেঃ মিঃ। তাই এই সম্ভাব্য বন্যার দুর্যোগ মোকাবেলার জন্য এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সকলকে আশ্বস্ত করে বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও ভয় পাওয়ার কোন কারণ নেই। বন্যা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। যে কোন পরিস্থিতিতে আমরা সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকবো। প্রয়োজনে এ জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
গোয়ালন্দে বন্যা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি সভা
