Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দিতে মতবিনিময়

॥তনু সিকদার সবুজ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৭ই জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সম্পাদক সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক ও সাংবাদিক মনিরুল ইসলাম সিজার প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলন ও মতবিনিমিয় সভায় ১৭ই জুলাই থেকে ২৩শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী ও প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।