Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী বাজারে বিক্রি হলো ২৬ কেজি ওজনের বাগাইড়!

বর্তমানে পদ্মা নদীতে বিশালাকৃতির বাগাইড়, পাঙ্গাস, আইড়, বোয়াল জাতীয় মাছ ধরা পড়ছে। গতকাল ১৬ই জুলাই দুপুরে রাজবাড়ীর মাছ বাজারের বিশ্বজিৎ নামের একজন মাছ বিক্রেতার দোকানে ২৬ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ৮শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়। বিশ্বজিৎ জানান, মাছটি গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে এক জেলের জালে ধরা পড়ে। পরে রাজবাড়ী মাছ বাজারের চিনু’র আড়ৎ থেকে তিনি ৭৩০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন। এছাড়াও রাজবাড়ী মাছ বাজারে প্রতিদিনই ১০-১৫ কেজি ওজনের পাঙ্গাসসহ বড় বড় মাছ উঠছে -রাজিব মন্ডল।