Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ-দৌলতদিয়ায় আটকের পর ৬গাঁজাসেবীর মোবাইল কোর্টে জেল

॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর অভিযানে গতকাল ১৫ই জুলাই বিকালে গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া ও দৌলতদিয়া পোড়াভিটা থেকে আটক ৬জন গাঁজাসেবীকে ৩মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
  গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
  দন্ডিত গাঁজাসেবীরা হলো ঃ গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া থেকে আটক হওয়া ৯নং ওয়ার্ডের ময়ছের মাতব্বর পাড়ার গৈজদ্দিন সরদার(৫৫) ও শহিদুল ইসলাম(৫২) এবং দৌলতদিয়া পোড়াভিটার করিমের বাড়ী থেকে আটক হওয়া কুদ্দুস ফকির(৪০), হালিম মোল্লা(৩৫), রিয়াদ সিকদার(৩৩) ও শফিকুল ইসলাম(৪০)।
  ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুনের নিকট দন্ডিত গাঁজাসেবী গৈজদ্দিন সরদার বলেন, ‘আমি একটানা ২০ বছর ধরে গাঁজা খেয়ে আসছি। গাঁজার নেশার কারণে ভিটে-মাটি, আত্মীয়-স্বজন সব হারিয়েছি। কেউ আমার সাথে যোগাযোগ রাখে না। শুনেছি গাঁজা খেলে নাকি রাজা হয় কিন্তু আমি তো ফকির হয়ে গেছি!’
  গৈজদ্দিন আরো বলেন, ‘আমি অতি সাধারণ গাঁজাসেবী। যারা ভিআইপি গাঁজাসেবী তারা গোয়ালন্দ রেলস্টেশনের পিছনে গাঁজা সেবনের বিশেষ ব্যবস্থা করেছে। ওখানে আমার মতো সাধারণরা যেতে পারে না।’
  এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন বলেন, গাঁজা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা তাদেরকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে ফেলা হয়।