॥শাহ্ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের সকল জোন এলাকায় আখ চাষ বাড়ানোর লক্ষ্যে এসটিপি প্রকল্পের আওতায় আখ চাষীদের মধ্যে ভর্তুকি প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ১৩ই জুলাই বেলা ১১টায় রূপালী ব্যাংকের নিয়ন্ত্রিত শিওর ক্যাশের মাধ্যমে চিনিকলের হিসাব বিভাগের আইটি কক্ষে এই ভর্তুকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন।
এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) রেজাউল করিম, মহাব্যস্থাপক(অর্থ) সামছুল হক, ডিজিএম রফিকুল ইসলাম, ডিজিএম(বীজ) আবুল বাশার, সহ-ব্যবস্থাপক(হিসাব) আব্দুর রব, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু এবং আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্পের আওতায় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মাধ্যমে ফরিদপুর চিনিকলের ৩ হাজার ৬৫৮ জন আখ চাষীর মধ্যে ৬৫ লক্ষ ৯২ হাজার টাকা ভর্তুকি প্রদান করা হচ্ছে।